ইসলামী বিশ্ববিদ্যালয়ে অকার্যকর অভিযোগ বক্স, শিক্ষার্থীদের ক্ষোভ

ইবি সংবাদদাতা
২২ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
শেয়ার :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অকার্যকর অভিযোগ বক্স, শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন অনুষদ, ভবন ও দপ্তরে স্থাপিত অভিযোগ বক্সগুলো এখন আর কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, নিয়মিত বক্স না খোলা, সঠিক তদারকি না থাকা এবং অভিযোগের যথাযথ প্রতিকার না হওয়ায় অনেকেই এখন আর অভিযোগ জমা দিচ্ছেন না। ফলে এসব বক্সে জমছে টিস্যু, কাগজের টুকরোসহ নানা অপ্রয়োজনীয় জিনিসপত্র।

বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সারাবান তহুরা বলেন, ‘অভিযোগ বক্সগুলো মূলত শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশে স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেগুলো অচল হয়ে পড়েছে। বক্সগুলোর ভেতর সিগারেটের টুকরো, ব্যবহৃত টিস্যু ও অন্যান্য ময়লা পড়ে আছে। দীর্ঘদিন ধরে এগুলো অযত্নে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ বক্সগুলোকে পরিষ্কার করে সক্রিয় করা জরুরি। প্রশাসন চাইলে এগুলো শিক্ষার্থীদের জন্য প্রকৃত অর্থেই উপকারে আসতে পারে।’

এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভিযোগ বক্সের বিষয়টি মূলত দুই দপ্তর থেকে দেখা হয়— প্রশাসন এবং নারী নির্যাতন সেল থেকে। নারী নির্যাতন সেল বর্তমানে বন্ধ রয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া উচিৎ। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘অভিযোগ বক্সের বর্তমান অবস্থা সম্পর্কে আগে জানতাম না। নতুন প্রশাসনে কে/কারা এর দায়িত্বে আছেন তা খোঁজ নিয়ে দ্রুত কার্যক্রম চালুর ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে অভিযোগ বক্স স্থাপন করে তৎকালীন প্রশাসন। সেসময় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অনুষদ, হল, গ্রন্থাগার, চিকিৎসা কেন্দ্র, টিএসসি ও বিভিন্ন ভবনে বক্সগুলো স্থাপন করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো এখন অব্যবহৃত হয়ে পড়েছে বলে জানান শিক্ষার্থীরা।