মুসলিমদের কটাক্ষ করায় জাভেদ আখতারকে কুৎসিত বললেন লাকি আলি

বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৭:১১
শেয়ার :
মুসলিমদের কটাক্ষ করায় জাভেদ আখতারকে কুৎসিত বললেন লাকি আলি

মুসমিলদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বলিউডের নামকরা গীতিকবি, চিত্রনাট্যকার পরিচালক জাভেদ আখতারকে ‘কুৎসিত’ হিসেবে অভিহিত করেছেন বলিউড প্লেব্যাক গায়ক লাকি আলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত বছর এক অনুষ্ঠানের আলোচক হিসেবে জাভেদ আখতার বলিউডের সুপারহিট সিনেমা ‘শোলে’র একটি দৃশ্যের কথা তুলে ধরে বলেন, ‘শোলের এক দৃশ্যে ধর্মেন্দ্র একটি শিবলিঙ্গের পেছনে লুকিয়ে হেমা মালিনির সঙ্গে কথা বলছিলেন। আজকের দিনে সিনেমায় এরকম দৃশ্য রাখা সম্ভব? না। আমি অন্তত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো ছবির জন্য এ রকম দৃশ্য লিখব না। ১৯৭৫ সালে কি আমাদের দেশে হিন্দুরা ছিল না? নাকি কোনো ধার্মিক মানুষের এদেশে বসবাস ছিল না? ছিল তো।’

তিনি বলেন, ‘পুনের এক অনুষ্ঠানে আমি ও রাজকুমার হিরানি গিয়েছিলাম। বিশাল সংখ্যক দর্শকের সামনে দাঁড়িয়ে বলেছি, ‘‘আপনারা মুসলিমদের মতো হয়ে যাবেন না। বরং ওদেরকে (মুসলিমদের) হিন্দুদের মতো বানিয়ে দিন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনারাও মুসলিমদের মতো হয়ে যাচ্ছেন! আমাদের দেশের আসল শক্তি কোনটা? কেনই বা আমরা অন্যান্য দেশগুলোর তুলনায় আলাদা?’

জাভেদ আখতারের এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। এ নিয়ে কথা বলেছেন লাকি আলিও। গত সোমবার (২০ অক্টোবর) তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আপনারা বরং কেউ জাভেদ আখতারে পরিণত হবেন না। তিনি কোনো দিন খাঁটি ছিলেন না। তিনি কুৎসিত ও মেকি।’ 

আমাদের সময়/জেআই