এলডিপির ৮৪ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমেদ বীর বিক্রম। গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন তিনি।
অলি আহমেদ সব প্রার্থীর নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক। সুতরাং জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেনÑ ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭, নুরুল আলম তালুকদার ময়মনসিংহ-৭, লে.জে. ড. চৌধুরী হাসান সরওয়ার্দী চট্টগ্রাম-৩, ড. নেয়ামুল বশির চাঁদপুর-৪, আবদুর রাজ্জাক বেপারি ময়মনসিংহ-৬, সৈয়দ মমতাজ মোর্শেদ ময়মনসিংহ-১০, অধ্যক্ষ কেকিউআই সাকলায়েন রংপুর-৪, ওমর ফারুক চট্টগ্রাম-১৪।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।