ক্যাম্পাস সংস্কারে ইবি ছাত্রদলের ৭ দফা দাবি

ইবি সংবাদদাতা
২১ অক্টোবর ২০২৫, ২২:২৪
শেয়ার :
ক্যাম্পাস সংস্কারে ইবি ছাত্রদলের ৭ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা সেবা আধুনিকীকরণ ও পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সংগঠনটির নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর হাতে এ স্মারকলিপি তুলে দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে-

বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের ডিজিটালাইজেশন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন ও আশপাশের এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, টেকসই ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা তৈরি, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ সুযোগ-সুবিধা চালু করা, নিয়োগ বোর্ডে দলীয় প্রভাবমুক্ত স্বচ্ছতা বজায় রাখা এবং আবাসিক হল ও ক্যাম্পাসের খাবারের মানোন্নয়ন ও নিয়মিত তদারকি করা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এসব দাবি বাস্তবায়ন জরুরি। ছাত্রদল আশা করে, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আমাদের সময়/এফএম