রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা
বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিভাগের সামনেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভে বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা, ইন্টার্নশিপ ভাতা চালু করা, বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের জন্য টেকনিক্যাল ক্যাডার সংযোজন করা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সুমন আলী বলেন, ‘আমাদের বিভাগ প্রতিষ্ঠার ১০ বছর পার হলেও কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। শ্রেণিকক্ষের ঘাটতি আছে, ইন্টার্নশিপ ভাতা চালু হয়নি। ক্লিনিক্যাল সাইকোলজিতে ইন্টার্নশিপ করতে আমাদের ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে যেতে হয়, কিন্তু ১০ বছরেও কোনো ভাতা দেওয়া হয়নি। চেয়ারম্যান বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
শিক্ষার্থী জান্নাত জামান বলেন, ‘চিকিৎসা মনোবিজ্ঞান একটি অ্যাপ্লাইড ব্রাঞ্চ। আমরা অনার্সে তিন মাস ও মাস্টার্সে ছয় মাস ইন্টার্নশিপ করি। অথচ আমাদের বিভাগের চেয়ারম্যান একজন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক হওয়ার পর থেকে মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে শিক্ষক পদে আবেদন করতে পারছেন। কিন্তু আমরা চিকিৎসা মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছি না। এটি সম্পূর্ণ বৈষম্যমূলক।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা বিভাগে তালা লাগিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে আমাদের দাবিগুলো না মানা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
আমাদের সময়/এফএম
আরও পড়ুন:
রাজশাহীর সড়কে গেল ৪ জনের প্রাণ