জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫, ২১:৩০
শেয়ার :
জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতা মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মুরাদ চত্বর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, বিগত সময়ে ছাত্রদলের পারভেজ, সাম্যের হত্যার ঘটনা ঘটেছে। সেসব ঘটনার বিচার হলে আজ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটত না।

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। জুলাই আন্দোলনের পর ভেবেছিলাম আর এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এই সরকার দেশের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন ঘটাতে পারে নাই।

এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের এক ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা টিউশন পড়াতে গিয়ে হত্যার শিকার হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অতীতের হত্যাকাণ্ডগুলোর যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে এভাবে বারবার ছাত্রদল নেতাদের হত্যাকাণ্ডের শিকার হতো না। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করুন।’

উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আরমানিটোলা-মাহুতটুলি বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবন থেকে জোবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় জোবায়েদ টিউশন করাতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। জবিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন তিনি।

আমাদের সময়/জেএইচ