বগুড়ায় সারজিসের অনুষ্ঠানস্থলের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বগুড়ার অনুষ্ঠানস্থলের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় অডিটোরিয়ামের ভেতরে সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ অডিটোরিয়ামের বাইরে কয়েকটি তীব্র শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ দ্রুত পৌঁছে অডিটোরিয়াম ও জেলা পরিষদ চত্বর ঘিরে ফেলে। বিস্ফোরণের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে। আগামীর বাংলাদেশ ও জনগণকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকার ও প্রশাসনকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন বিস্ফোরণের ঘটনায় পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় এলাকায় উৎকণ্ঠা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আমাদের সময়/জেএইচ
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের