বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে: দুদু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৮:২০
শেয়ার :
বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মিদের সঙ্গে মতবিনমিয়কালে এসব কথা বলেন দুদু।

তিনি বলেন, যাই ঘটুক না কেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী লাভ করাতে হবে।

শামসুজ্জামান দুদু বলেন, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে, তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেশতের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায়, তাহলে দেশের সর্বনাশ হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামীম রেজা ডালিম প্রমুখ।