শিশু ক্যানসার ও স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি
বিশ্ব শিশু ক্যানসার ও স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে বাড্ডা নতুনবাজার শাহজাদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন গুলশান ক্লিনিক লিমিটেডের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) ‘শিশু ক্যানসার ও স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি ও ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের উদ্দেশ্য ছিল নারী ও শিশু এবং পরিবারের মধ্যে ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ দান করা।
দিনব্যাপী ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. শারমিন রহমান এবং ডা. ইভা পারভিন; মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ ডা. এম. এম. মনজুর হাসান; সোনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. সাবিহা পারভিন ও ডা. নিলিমা ইয়াসমিন এবং পুষ্টিবিদ ডা. মায়েশা ফারজানা অন্তরা, নিউট্রিশন ও ফুড কনসালট্যান্ট।
আলোচনা অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য দেন মো, মাশেকুর রহমান খান-সিইও; ইউনিক গ্রুপ, হেলথ সেক্টর; মো. আবদুল মোতালেব-গ্রুপ মানবসম্পদ ডিরেক্টর, ইউনিক গ্রুপ; মো. মোমিনুল হক-সিনিয়র জিএম, ইউনিক ইস্টার্ন লিমিটেড; মো. নাহিদুল ইসলাম-হেড অব বিজনেস এলায়েন্স, ইউনিক গ্রুপ; মো. এমদাদুল হক বারী-হেড অব অপারেশনস, ইউনিক গ্রুপ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রাসেল আহমেদ, হেড অব একাউন্টস, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মাহাতাব হাওলাদার, হেড অব অ্যাডমিন।
এই ক্যাম্পে ১০০ জনেরও বেশি রোগী অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ সেবা গ্রহণ করেন এবং বিভিন্ন টেস্টে বিশেষ ছাড়ের সুবিধা পান।
গুলশান ক্লিনিকের সিইও মো. মাশেকুর রহমান খান বলেন, গুলশান ক্লিনিক লিমিটেড একটি অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার এবং বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার। সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে সমাজে ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
আমাদের সময়/জেএইচ