ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৮
শেয়ার :
ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো রাহিম ও ইয়াছিন। এদের একজনের বয়স ৫, অপরজনের বয়স সাড়ে ৩ বছর। তারা দুজন মামাতো ফুপাতো ভাই বলে জানা যায়।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ঘটনা ঘটে।

এদিন গভীর রাতে ঘরের পাশের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ইয়াছিন এবং আব্দুর রহিম খেলতে বের হয়। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিনের বাবার নাম সুমন ও রাহিমের বাবার নাম শাকিল। ঘটনার জন্য বাড়ির মালিকদের অবহেলাকে দায়ী করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। এদিকে নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আমাদের সময়/আরআর