তাজমহলের নিচে মন্দির থাকার বিতর্ক, ডিএনএ টেস্ট করতে বললেন ‘পরেশ’

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১০:১৭
শেয়ার :
তাজমহলের নিচে মন্দির থাকার বিতর্ক, ডিএনএ টেস্ট করতে বললেন ‘পরেশ’

তাজমহলের নিচে শিব মন্দির রয়েছে, হিন্দুত্ববাদীদের একাংশ এমন দাবি করে আসছে। এ নিয়ে নানা ধরনের মতের পাশাপাশি জনস্বার্থ মামলাও হয়েছিল। এবার বিতর্কিত সেই বিষয়টি নিয়েই নতুন দাবি তুললেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। তাজমহলের ‘ডিএনএ টেস্ট’ করার আহ্বান শোনা গেল তার অভিনীত একটি চরিত্রের সংলাপে।  

দীর্ঘদিন ধরেই তাজমহলকে কেন্দ্র করে ‘তেজো মহালয়া’ তত্ত্ব চলছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল নাকি ছিল হিন্দু মন্দির! হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, এই তাজমহলের নিচেই রয়েছে শিব মন্দির। সেই জায়গা দখল করেই নাকি মুঘল সম্রাট শাহজাহান তার প্রয়াত স্ত্রী মমতাজের উদ্দেশে প্রেমের অমর স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। বছরখানেক ধরে ভারতে এ ত্বত্ত্ব নিয়ে আলোচনা চলছে।

তবে ইতিহাস অনুযায়ী, প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশে এই স্থাপত্যটি বানিয়েছিলেন শাহজাহান। এবার পরেশ রাওয়াল ফের সেই বিতর্ক উসকে দিলেন তার নতুন সিনেমার ট্রিইলারে। বিতর্কিত এই বিষয়টি নিয়েই আসছে তার নতুন সিনেমা ‘দ্য তাজ স্টোরি’।

সম্প্রতি ছবির মোশন পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে বিতর্কে জড়িয়েছিলেন পরেশ। যেখানে তাজমহলের গম্বুজের নিচ থেকে শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছিল। সিনেমার এমন পোস্টার দেখে ক্ষোভ জানিয়েছিলেন অনেকে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, পরেশ আসলে হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সেই বিতর্কের মধ্যে ‘দ্য তাজ স্টোরি’র ট্রেইলার প্রকাশ্যে এল। ট্যুর গাইড বিষ্ণু দাসের চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল। যিনি তাজমহলের রহস্যভেদ করতে আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেই কোর্টরুম ড্রামার ঝলকই ফুটে উঠল ট্রেইলারে। যেখানে আইনজীবীর চরিত্রে অভিনয় করা জাকির হুসেইনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। ট্রেইলারের এক দৃশ্যে পরেশ রাওয়ালকে বলতে শোনা যায়, তিনি তাজমহলের ডিএনএ টেস্ট করতে চান।

আগামী ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে অমরীশ গোয়েল পরিচালিত ‘দ্য তাজ স্টোরি’। পরেশের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ, নমিত দাসসহ অনেকে।

আমাদের সময়/জেআই