রাকসুতে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, চলছে গণনা

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ২০:০৮
শেয়ার :
রাকসুতে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, চলছে গণনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  বেশিরভাগ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষার্থীদের ভোটগ্রহণ শেষে গণনা চলছে।

রাকসু নির্বাচন কমিশনের তথ্যানুসারে, ১৭টি হলে গড়ে ভোটার উপস্থিতি ছিল ৬৯ দশমিক ৮৩ শতাংশ। এর আগে দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানায় নির্বাচন কমিশন। বিকেল সাড়ে ৩টার মধ্যে ভোটের হার বেড়ে দাঁড়ায় প্রায় ৬০ শতাংশে।

এদিকে আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৯১৮ জন এবং ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন।

এ বিষয়ে রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল সন্তোষজনক।’