বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুল ‎ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১৮:০৭
শেয়ার :
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুল ‎ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএফআইইউ’র সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ‎দুর্নীতির অভিযোগ থাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। ‎এ দিন দুদকের সহকারি পরিচিলক রাসেল রনি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

দুর্নীতি দমন কমিশন-দুদকের সহকারী পরিচালক রাসেল রনির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শাহীনুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

এর আগে ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর সেপ্টেম্বরে শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করেছিল সরকার।  

দুদক কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের’ অভিযোগের অনুসন্ধান চলছে।