চাকসু নির্বাচনে জয়ী হওয়ায় প্রীতিকে অভিনন্দন ছাত্র ফেডারেশনের

অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫
শেয়ার :
চাকসু নির্বাচনে জয়ী হওয়ায় প্রীতিকে অভিনন্দন ছাত্র ফেডারেশনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্র ফেডারেশনের সদস্য তামান্না মাহবুব প্রীতি। তাকে অভিনন্দন জানিয়েছেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা।

প্রীতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্র ফেডারেশন সমর্থিত বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’র হয়ে নির্বাচনে অংশ নেন। তিনি একজন অ্যাথলেট এবং স্কুল জীবন থেকেই খেলাধূলার সঙ্গে যুক্ত।

তামান্না মাহবুব প্রীতি ৪ হাজার ৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাহ পরাণ পেয়েছেন ৪ হাজার ৪৯০ ভোট। 

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ নির্বাচনে জয়ী হওয়ায় তামান্না মাহবুব প্রীতিকে অভিনন্দন জানিয়েছেন। অতীতের মতো শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রীতি আরও আগ্রণী ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

আমাদের সময়/এআই