রাকসু নির্বাচন: কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রশিবিরের

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ১৬:১৫
শেয়ার :
রাকসু নির্বাচন: কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রশিবিরের

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। ছবি: আমাদের সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। তিনি অভিযোগ করেন, নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহারের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি। ব্যবহৃত কালি সহজেই মুছে যাচ্ছে, যা ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও জানান, ভোটের শুরুতেই ইসমাইল হোসেন সিরাজী ভবনে শিবির-সমর্থিত শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে ডিনস কমপ্লেক্স, রবীন্দ্র ভবন ও জগদীশ চন্দ্র বসু ভবনেও। অথচ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচারপত্র বা চিরকুট নিয়ে প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল বলেও দাবি করেন তিনি।

ফাহিম রেজা আরও অভিযোগ করেন, ছাত্রদল ও আধিপত্যবাদবিরোধী ঐক্য প্যানেল আচরণবিধি ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে অবস্থান করছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি খালেদা জিয়া হল ও শহীদ হবিবুর রহমান হলের পাশে একাধিক বুথ স্থাপন করে নির্বাচনের প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতারা বলেন, নির্বাচনের তারিখ বারবার পরিবর্তনের কারণে তারা প্রচারণার জন্য মোট ২৯ দিন সময় পেয়েছেন। তারপরও অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশন যদি এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে আমাদের মনে হবে— কমিশন নিরপেক্ষ আচরণ করছে না।’


আমাদের সময়/আরডি