চাকসুর ১০ হলের ফলাফল: ভিপি-জিএসে এগিয়ে শিবির, এজিএসে ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা। সবশেষ তথ্য অনুযায়ী ১০ টি হলের ফলাফলে চাকসুর শীর্ষ দুই পদ ভিপি ও জিএসে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী অনেকটাই এগিয়ে রয়েছেন। ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন এজিএস পদে।
বুধবার (১৫ অক্টোবর) দিনগত রাত৩ টা পর্যন্ত চাকসু নির্বাচনের১০টি হলের ফলাফল ঘোষণা করা হয়।
আইসিটি সেল থেকে ঘোষিত ১০টি হলের ভোটের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবিরে ইব্রাহিম রনি। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২ হাজার ৬১২ ভোট।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৪ হাজার ৬৯৭ ভোট। ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ১ হাজার ৭৮৯ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৪ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৩ হাজার ৭৭ভোট।
ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে। কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা।
এদিকে চাকসু নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে, শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।ক্যাম্পাসে মোতায়েন বরা হয়েছে অতিরিক্ত পুলিশ, সতর্ক অবস্থায় রয়েছে তারা।