চাকসুতে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির

চবি সংবাদদাতা
১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৫
শেয়ার :
চাকসুতে ভিপি-এজিএসে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখন প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত ৩টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন। তবে জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী ।

বুধবার (১৫ অক্টোবর) দিনগত রাত পৌনে ১টা পর্যন্ত চাকসু নির্বাচনের ৩ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্র তিনটি হলো - মাস্টার দা সূর্য সেন, অতীশ দীপঙ্কর হলে ও শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস।

আইসিটি সেল থেকে ঘোষিত ৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৯৮ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২৪৭ ভোট। জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ২৮৬ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ২৩১ ভোট পেয়েছেন। এজিএস পদে ৪৭৪ ভোট পেয়ে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে রয়েছন, ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট।

ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে। কেন্দ্রের ফলাফল ঘোষণা হলেই উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মীরা।

এদিকে চাকসু নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে, শিক্ষার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। উভয়পক্ষের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে গেটের দুই পাশে। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।ক্যাম্পাসে মোতায়েন বরা হয়েছে অতিরিক্ত পুলিশ, সতর্ক অবস্থায় রয়েছে তারা।