অনুসন্ধানকে আরও স্মার্ট করবে গুগলের নতুন ফিচার
গুগল সার্চ এখন আর শুধু ওয়েবসাইট খোঁজার মাধ্যম নয়। এতে এমন অনেক দরকারি ফিচার আছে, যা সাধারণ ব্রাউজিংয়ের বাইরে নানা কাজে সাহায্য করে। নিচে এমন কয়েকটি ফিচার তুলে ধরা হলো-
নির্ভুল ফলাফলের জন্য অপারেটর ব্যবহার : অনেক সময় সরাসরি গুগল সার্চ বারে খুঁজেও ঠিক যেটির খোঁজ করা হচ্ছে তা পাওয়া যায় না। এই সমস্যার সহজ সমাধান হলো সার্চ অপারেটর ব্যবহার করা। উদ্ধৃতি চিহ্ন (‘ ’) ব্যবহার করলে একটি বাক্যে বা কয়েকটি শব্দ ঠিক যেভাবে দেওয়া হবে ফলাফল সেভাবেই দেখানো হবে। যেমন- ‘সেরা স্মার্টফোন ২০২৫’। সার্চ করার পর যেসব ফলাফল দেখানো হবে সেখান থেকে যদি কোনো শব্দ বাদ দিয়ে তথ্য খোঁজার প্রয়োজন হয় তাহলে ওই শব্দের আগে ‘-’ (মাইনাস) চিহ্ন দিতে হয়। যেমন, সেরা স্মার্টফোনের তালিকায় আইফোন দেখতে না চাইলে সার্চ করতে হবে ‘সেরা স্মার্টফোন ২০২৫-আইফোন’। আবার শুধু নির্দিষ্ট ওয়েবসাইটে কিছু খুঁজতে উদ্ধৃতি চিহ্নের মধ্যে ংরঃব: লিখে সংশ্লিষ্ট সাইটের ঠিকানা দিলেই ওই সাইটের ফলাফল চলে আসবে। যেমন ‘site: „„ .com’।
কোথায় দেখা যাবে প্রিয় সিনেমা : কোনো সিনেমা বা ওয়েব সিরিজ কোন প্ল্যাটফর্মে দেখা যাবে, তা জানতে আর আলাদা করে নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও ঘাঁটার দরকার নেই। শুধু সিনেমার নাম লিখলেই গুগল জানিয়ে দেয় এটি কোথায় স্ট্রিম হচ্ছে। এমনকি ‘বেস্ট কমেডিস অন নেটফ্লিক্স’ বা ‘হোয়াট শুড আই ওয়াচ টুনাইট’ লিখলেও মুড ও ঘরানাভিত্তিক সিনেমার তালিকা দেখাবে গুগল।
ছবি থেকে তথ্য খোঁজা : ছবি থেকে তথ্য খুঁজতে দৈনন্দিন সহায়ক টুল হিসেবে অনেকেই নিয়মিত ব্যবহার করেন গুগল লেন্স। এটি ছবি দেখে চিনতে পারে বস্তু, লেখা, এমনকি খাবারের নামও। কোনো রেস্টুরেন্টে অচেনা খাবারের নাম দেখলে ছবিতে ক্লিক করলেই তথ্য পাওয়া যায়। বই বা সাইনবোর্ডের লেখা অনুবাদ, গাণিতিক সমস্যা সমাধান কিংবা কোনো পোশাকের মতো জিনিস অনলাইনে খুঁজে পাওয়াÑ সবই সম্ভব গুগল লেন্সে।
পছন্দসই উৎস নির্ধারণ : ২০২৫ সালের আগস্টে চালু হওয়া ‘প্রেফার্ড সোর্সেস’ ফিচারে ব্যবহারকারী এখন নিজের পছন্দের সংবাদমাধ্যম তথা উৎস বেছে নিতে পারেন। ফলে ভবিষ্যতের সার্চে ওই উৎসগুলোর খবরই আগে দেখাবে। সার্চ রেজাল্টের ‘টপ স্টোরিজ’ অংশে গিয়ে পছন্দের ওয়েবসাইট বা ব্লগ যোগ করা যায়। এতে প্রিয় প্রকাশনার খবর মিস হওয়ার আশঙ্কা থাকে না।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
জেমিনির এআই সহায়তা : গুগল এখন নিজের এআই সহকারী জেমিনিকে সার্চের সঙ্গে একীভূত করেছে। এতে কোনো প্রশ্ন লিখলে শুধু লিংকের তালিকা নয়, বরং সহজ ভাষায় ব্যাখ্যাসহ উত্তর পাওয়া যায়। ব্যবহারকারী চাইলে ছবি বা ভয়েস কমান্ড দিয়েও প্রশ্ন করতে পারেন। ফিচারটি ধীরে ধীরে বিভিন্ন দেশে চালু হচ্ছে।
কপিরাইটমুক্ত ছবির খোঁজ : ব্লগ, প্রেজেন্টেশন বা ডিজাইন কাজের জন্য কপিরাইটমুক্ত ছবি খুঁজতে ‘ইউজেস রাইটস’ টুলটি খুব কার্যকর। সার্চ রেজাল্টের নিচে ‘টুলস’-এ গিয়ে ‘ইউজেস রাইটস’ থেকে ‘ফ্রি টু ইউজ’ নির্বাচন করলেই গুগল শুধু পুনর্ব্যবহারযোগ্য ছবি দেখাবে। এতে আইনগত ঝামেলা ছাড়াই ছবি ব্যবহার করা যায়।
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা