হোয়াটসঅ্যাপে যুক্ত করুন ফেসবুক লিংক
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন নিজেদের প্রোফাইলে সরাসরি ফেসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করতে পারবেন। আপাতত সুবিধাটি পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে চালু করা হয়েছে। এতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে একে অন্যকে সহজে খুঁজে পাওয়া যাবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি। বেটা সংস্করণের ফিচারটি প্রথম শনাক্ত করেছে ওয়াবেটাইনফো নামের ফিচার ট্র্যাকার ওয়েবসাইট। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২৯.১৬ সংস্করণে হালনাগাদের পর কিছু পরীক্ষক নতুন এই সুবিধা দেখতে পাচ্ছেন।
তবে একটি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ বেটা সংস্করণে আপডেট করার পরও ফিচারটি তারা পায়নি। ধারণা করা হচ্ছে, এটি ধীরে ধীরে বেটা ব্যবহারকারীদের মধ্যে চালু হচ্ছে। ফিচারটি সক্রিয় হলে ব্যবহারকারীরা প্রোফাইলে নিজেদের ফেসবুক লিংক যুক্ত করতে পারবেন। এতে অন্যরা সহজেই ওই লিংকে গিয়ে ফেসবুকে যুক্ত হতে পারবেন। তবে ফেসবুক লিংক যুক্ত করা সম্পূর্ণ ঐচ্ছিক। দুটি অ্যাকাউন্ট একই ব্যক্তির কিনা বোঝার জন্য যাচাই করা বা ভেরিফায়েড লিংকের পাশে একটি ছোট আইকন দেখা যাবে। যাচাই না করা লিংকের ক্ষেত্রে সাধারণ আইকন ও পূর্ণ ওয়েব ঠিকানা দেখা যাবে। তবে এ ক্ষেত্রে মালিকানা নিশ্চিত করা যাবে না।
এ ছাড়া ব্যবহারকারীরা প্রাইভেসি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন, কারা তাদের ফেসবুক লিংক দেখতে পাবে। সেটিংস মেনুর ‘প্রাইভেসি’ অপশনের লিংকস থেকে এটি নিয়ন্ত্রণ করা যাবে। এর আগে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যোগের সুযোগ চালু করা হয়েছিল। এ ছাড়া মেটার অন্যান্য প্ল্যাটফর্ম যেমনÑ ফেসবুকে ইনস্টাগ্রামের লিংক, ইনস্টাগ্রামে ফেসবুকের লিংক যুক্ত করা যায়।
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি