রাকসু নির্বাচন: জালিয়াতি ঠেকাতে তিন স্তরের নজরদারি

রাবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৬
শেয়ার :
রাকসু নির্বাচন: জালিয়াতি ঠেকাতে তিন স্তরের নজরদারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের তিন স্তরের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ এ তথ্য জানান।

অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘প্রথম ধাপে ভোটার যে শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই করা হবে। এরপর ছবি সংযুক্ত ইউনিক ভোটার আইডির সঙ্গে মিলিয়ে ভোটারের পরিচয় নিশ্চিত করা হবে। তারপরও সন্দেহ দেখা দিলে আইডিতে সংযুক্ত গোপন কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হবে।’

নির্বাচনের ব্যালট পেপার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটার সংখ্যার বাইরে অতিরিক্ত একটা ব্যালট পেপারও ছাপানোর সুযোগ নাই। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্ন যেখান থেকে তৈরি হয়, সেখান থেকেই ব্যালট পেপার তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আটটি ধাপ পেরিয়ে ব্যালট পেপার গুলো প্রস্তুত করা হয়েছে।’

নিরাপত্তা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে।


আমাদের সময়/আরডি