ইউআইটিএসে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ড্র ও জার্সি উন্মোচন

সংবাদ বিজ্ঞপ্তি
১৫ অক্টোবর ২০২৫, ২১:৩৫
শেয়ার :
 ইউআইটিএসে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ড্র ও জার্সি উন্মোচন

বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ‘ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেল ৩টায় ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

টুর্নামেন্টে সারাদেশের মোট ৩২টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ২৩ অক্টোবর গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নকআউট ভিত্তিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে। বিজয়ী দল পাবে ১,০০,০০০ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০,০০০ টাকা প্রাইজমানি।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি টিমের জার্সি উন্মোচন এবং ড্রয়ের মাধ্যমে ফিক্সচার নির্ধারণ করা হয়। যেখানে ৩২টি টিম আটটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্রকল্যাণ)শুভ দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুস্তাকিম মুবিন এবং না’তে রাসুল (সা.) পরিবেশন করেন মো. আব্দুল্লাহ আল জোবায়ের।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে, যেখানে ফুটবল হবে শুধু প্রতিযোগিতা নয় বরং তরুণদের প্রতিভা বিকাশ, দলগত চেতনা ও খেলোয়াড়সুলভ মনোভাবের প্রতীক। টুর্নামেন্টকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব দায়িত্ব পালন করবে ভলান্টিয়ার হিসেবে।

 

অনুষ্ঠানের সভাপতি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানটি আয়োজন ও সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।