কেয়া হত্যা মামলা তুলতে হুমকি, তিনজনের বিরুদ্ধে আরেক মামলা

আদালত প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৫, ২১:২৫
শেয়ার :
কেয়া হত্যা মামলা তুলতে হুমকি, তিনজনের বিরুদ্ধে আরেক মামলা

রাজধানীর শেওড়াপাড়ায় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়া হত্যা মামলা তুলে নিতে হুমকি ও অপহরণের চেষ্টার অভিযোগে নিহতের বাবা সৈয়দ আব্দুল্লাহ আল মামুন তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। বুধবার (১৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণের পর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—মনির, দিপা সিকদার ও মাহফুজ সিকদার।

অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট শেওড়াপাড়ায় শ্বশুরবাড়িতে ফাহমিদা তাহসিন কেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামিপক্ষ কেয়ার বাবা–মাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিতে থাকে।

গত ৪ সেপ্টেম্বর আসামি দিপা সিকদার ফোন করে কেয়ার মাকে হত্যা মামলা তুলে নিতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে কেয়ার বাবা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১২ নম্বর গেটের সামনে বাজার করতে গেলে মনির, দিপা সিকদার ও মাহফুজ সিকদারসহ অজ্ঞাত ৪–৫ জন সন্ত্রাসী একটি কালো গাড়িতে এসে সাত দিনের মধ্যে মামলা তুলে নিতে বলেন। তারা ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি বাদীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

পরে আসামিরা কেয়ার সন্তানদের অপহরণের উদ্দেশ্যে তার বাসার দিকে রওনা দিলে আশপাশের লোকজন বাধা দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায়ও রমনা থানায় জিডি করা হলেও পরিবারটি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে।