অপু বিশ্বাসের আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১৫:১১
শেয়ার :
অপু বিশ্বাসের আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (১১ অক্টোবর) ছিল তার জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্ন মাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এই নায়িকা।

নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

অপু বিশ্বাস তার পোস্টে লেখেন, ‘অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ই অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখালেন, তা সত্যিই বিরল। আমার সকল ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সাথে ভাগ করে নিয়েছেন।’

আমাদের সময়/কেইউ