গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১২:০৫
শেয়ার :
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাইম হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর গাছা এলাকার ছয়দানা হাজীরপুকুর যুবদল নেতার ব্যক্তিগত অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, আটককৃত ছাত্রলীগ নেতা মো. নাইম হোসেন গাজীপুর মহানগর ছাত্রলীগের গাছা থানা শাখা কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি গাজীপুর মহানগরের ছয়দানা এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার অনুমানিক রাত ৯টার দিকে গাছা থানাধীন ছয়দানা হাজীরপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আব্দুল্লাহর ব্যক্তিগত রাজনৈতিক অফিস থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাছা থানা কমিটির সহ-সভাপতি মো. নাইম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা আছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমাদের সময়/আরআর