টিকটক করতে পানিতে নেমে নিখোঁজ কিশোর, একদিন পর মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে টিকটক করতে গিয়ে বিলের পানিতে নেমে নিখোঁজের একদিন পর আল মেহেদি হৃদয় (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ মঙ্গলবার বিকেলে টঙ্গীর গুটিয়া বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আল মেহেদি হৃদয় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেকের ছেলে। সে পরিবারের সাথে স্থানীয় আউচপাড়া এলাকার আজগর আলী রোডের একটি বাড়িতে বাস করত।
এর আগে গতকাল সোমবার বিকেলে টিকটক ভিডিও বানাতে বন্ধুদের সঙ্গে তুরাগ নদ সংলগ্ন গুটিয়ার বিলে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় হৃদয়।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চার বন্ধু নীরব (১৮), জুনায়েদ (১৫), ইব্রাহিম (১০) ও হৃদয় (১৫) মিলে নৌকাযোগে গুটিয়ার বিলে যায়। সেখানে তারা টিকটক ভিডিও ধারণ করার একপর্যায়ে তিন বন্ধু পানিতে নামে। এরপর স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। এ সময় নীরব ও জুনায়েদ কোনোরকমে নৌকায় উঠতে পারলেও হৃদয় পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
এদিকে নৌকায় থাকা ইব্রাহিম তার মোবাইলে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। হৃদয় নিখোঁজের পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার অভিযান চালিয়ে আজ মঙ্গলবার বিকেলে হৃদয়ের মরদেহ খুঁজে পায়
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম আমাদের সময়কে বলেন, ‘সোমবার বিকেলে নিখোঁজের পর থেকেই আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও মঙ্গলবার বিকেলে হৃদয়ের লাশ উদ্ধার হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’