জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
শেয়ার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রোববার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে র‍্যাগ দেওয়ার সময় হাতেনাতে ধরা পরেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ৫৩তম ব্যাচের ১৬ শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা তাদের সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত শেষে বিচার সম্পন্ন হবে।’

সাময়িকভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা নিজ বিভাগের সর্বকনিষ্ঠ ৫৪তম ব্যাচের ২০ শিক্ষার্থীকে কক্ষে নিয়ে আলো ও দরজা-জানালা বন্ধ করে অসদাচরণ করেন। 

উল্লেখ্য, র‍্যাগিংয়ের বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) অ্যান্টি র‍্যাগিং সেল।