জুলাই সনদসহ ৫ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১৮:০৫
শেয়ার :
জুলাই সনদসহ ৫ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জাতীয় জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার সকাল দশটার দিকে পৌরসভার বড়ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, পিআর পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি জানায়। মিছিলে দাঁড়িপাল্লাসহ নির্বাচনি সংস্কার সংক্রান্ত বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানের আগে এক সমাবেশে জামায়াতের নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন; গণভোট আয়োজন করা; নির্বাচনে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিচার দৃশ্য করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।