‘জুলাই অভ্যুত্থানে বড় বড় পলেটিশিয়ানদের ছেলেমেয়েরা জীবন দেয়নি’
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলেমেয়েরা কয়জন জীবন দিয়েছে। কয়জন বড় বড় পলেটিশিয়ানের ছেলে মেয়ে মরেছে, হিসাব করে দেখেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা। মাঝখানে ফায়দা লুটে কতিপয় রাজনীতিবিদেরা।’
আজ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, ‘আপনার যদি কিছু চিত্র দেখেন ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় একই চিত্র ছড়িয়ে পড়ছে। প্রত্যেক জেলা উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে যারা যে উপজেলাতে রক্ত চুষে খাচ্ছে।’
লংমার্চে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ উপজেলার নেতাকর্মী, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার দুপুর ১২টা থেকে পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে থেকে শুরু হওয়া এই লংমার্চে অংশ নেয় ৫ উপজেলার নেতাকর্মীরা। এ সময় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তারা। এতে মাইক্রোবাস ও পিকআপের বহরও দেখা গেছে।