সিঁদুর বিতর্কে মুখ খুললেন জুবিনের স্ত্রী

বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১৮:১০
শেয়ার :
সিঁদুর বিতর্কে মুখ খুললেন জুবিনের স্ত্রী

আসামের সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর পরও যেন আলোচনা থামছেই না। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান ‘কিং অব হামিং’খ্যাত এই গায়ক। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গও।

তবে সম্প্রতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তার স্ত্রী গরিমার সিঁথির সিঁদুর। নেটদুনিয়ায় একাধিক ছবি ও ভিডিওতে গরিমার সিঁথিতে সিঁদুর দেখার পর থেকেই শুরু হয় সমালোচনা। এবার নীরবতা ভাঙলেন প্রয়াত গায়কের স্ত্রী।

এক আবেগঘনবার্তায় গরিমা বলেন, ‘আমার সিঁদুর পরা নিয়ে অনেকেই কথা বলছেন। প্রথমে ভেবেছিলাম, কিছুই বলব না। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টি সবাইকে বোঝানো দরকার। জুবিনের মৃত্যুর পর আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি সারাজীবন সিঁদুর পরে থাকব। আমার মন বলে, আমি আবার জুবিনের সঙ্গে দেখা করব। পরের জন্মেও আমি তাকেই চাই। তাই এই সিঁদুর।’

জানা গেছে, পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা সাইকিয়া আসামের গোঘাটের মেয়ে। সংগীতশিল্পী জুবিনের গান শুনে তার প্রতি মুগ্ধ হয়ে এক সময় তাকে চিঠি লিখেছিলেন। সেই থেকেই শুরু বন্ধুত্ব, পরে প্রেম। অবশেষে ২০০২ সালে বিয়ে করেন দুজন।

এদিকে গায়কের মৃত্যুতে চলছে নানা জল্পনা। তদন্তে নেমে জুবিনের ম্যানেজার, ড্রামার ও আয়োজকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। পাশাপাশি গায়কের ব্যান্ডের সদস্য গায়িকা অমৃতপ্রভাকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।