ধর্মের নামে কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: খন্দকার আশফাক
ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনাদের সবার চোখ কান খোলা রাখতে হবে ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তি যেন বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে।’
আজ শুক্রবার দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় উঠানবৈঠক ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আশফাক বলেন, ‘সারাদেশে এখনো বিএনপির নামে ষড়যন্ত্র হচ্ছে। তবে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষে ভোট চাইতে হবে। মা বোনদের দারে দারে গিয়ে ভোট নিশ্চিত করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এবারের নির্বাচন এতো সহজ হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের সব ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে এলাকায় কাজ করতে বলেছেন। তাই আর ঘরে বসে না থেকে যার যার এলাকায় ধানের শীষের ভোট নিশ্চিতে এখন থেকেই কাজ করতে করতে হবে।’
সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় আসলে এই দেশটাকে তালেবান বানিয়ে ফেলবে। তারা পাকিস্তানি হয়ে কাজ করবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই অপশক্তিরা আমাদের উপজেলার অনেক মাদরাসায় অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতাম স্কুলের থেকে মাদরাসায় আমাদের সন্তানরা নিরাপদ। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই উল্টো। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা মাদরাসায়ও নিরাপদ নয়। আমাদের সন্তানরা কিছু পশুরূপী শিক্ষক্ষকদের যৌন লালসার শিকার হচ্ছে। তাই এবার ধানের শীষে ভোটের মাধ্যমে তাদের উত্তম জবাব দিতে হবে।’
দিনব্যাপী উঠান-বৈঠকে দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের