শরৎ উৎসব স্থগিতের কারণ জানালেন চারুকলার ডিন
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে হতে যাওয়া শরৎ উৎসব ‘অনেকের আপত্তি’ থাকায় এবং বিশৃঙ্খলার ইঙ্গিত পেয়ে স্থগিত করা হয় বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।
আজ শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান চারুকলা অনুষদের ডিন।
বিবৃতিতে আজহারুল ইসলাম শেখ বলেন, ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবৎ চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০-১০-২০২৫ তারিখ বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রতি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গত ০৯-১০-২০২৫ তারিখ উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে আলোচনা করে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়বলী খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হবে।
অপরদিকে আয়োজকদের একজন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে। অথচ আওয়ামী লীগের নাম–গন্ধে কোথাও কোনো দিন আমি ছিলাম না।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তিনি আরও বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রকৃতির বন্দনা করি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত—এগুলোর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এমনকি আমরা দীর্ঘ দিন ধরে এই অনুষ্ঠান করে আসছি। আর আমরা তো কোনো ভুঁইফোড় সংগঠনও না।’