ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৫, ১২:১৮
শেয়ার :
ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে বিশেষ আয়োজন

ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিশ্ববিখ্যাত সংগীতজ্ঞ। ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে তার জন্ম। শিশুকাল থেকেই সুরের প্রতি এক অন্যরকম আকর্ষণ ছিল। কিশোর বয়সে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলকাতার প্রখ্যাত সংগীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে সাত বছর সরগম সাধন করে যন্ত্রসংগীত সাধনায় নিযুক্ত হন। এরপর থেকেই তিনি ভারতে বসবাস শুরু করে বাদ্যযন্ত্রের তালিম নিতে থাকেন। তিনি তার সুরের মূর্ছনায় তৎকালীন ব্রিটিশ রানী থেকে সুর সম্রাট উপাধিসহ ভারত উপমহাদেশে দুর্লভ উপাধি ও সম্মানে ভূষিত হন।

আগামীকাল বুধবার (৮ অক্টোবর) শাস্ত্রীয় সংগীতের মহাসাধক, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩ তম জন্মবার্ষিকী। আর দিনটি ঘিরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিশেষ আয়োজন করা হয়েছে। এদিন পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় একটি ধ্রুপদী সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খান সাহেব ও এই প্রজন্মের তরুণ, প্রতিভাবান শিল্পীগণ শাস্ত্রীয় সংগীত পরিবেশেন করবেন।