আওয়ামীপন্থী শিল্পীদের ক্ষমা করে দিতে বললেন জয়
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের পর নানাভাবে হেনস্তার শিকার হতে হয়েছে তাকে। কাজ হারানোর পাশাপাশি সহকর্মীদের এড়িয়ে চলা- এমন অনেক অভিযোগও করেছেন এই অভিনেতা। এবার তিনি জানালেন, আওয়ামী লীগ সমর্থিত শিল্পী ক্ষমা করে দেওয়ার কথা।
আজ সোমবার এক ফেসবুক পোস্টে জয় লিখেছেন, ‘বিএনপির আমলে বিএনপির শিল্পী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শিল্পী। গত ২৫ বছর ধরে এই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল সেই ভুলভ্রান্তি ক্ষমা করে দিন।’
তিনি আরও বলেন, ‘শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী। তাদেরকে এত শক্তভাবে দেখার কিছু নেই। একটু মায়া, একটু মমতায় তাদের মন গলে যায়। নতুনভাবে শিল্পীদের মনে উদ্দীপনা তৈরি করুন যেন তারা আর ভুল না করে। সর্বক্ষেত্রেই সংস্কার চলছে, তবে শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
যোগ করে জয় বলেন, ‘দেশের প্রয়োজনে শিল্পীদের পাশে রাখুন। ব্যক্তিস্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে নয়, দেশের স্বার্থে। যারা ক্ষমার যোগ্য তাদের দ্রুত শনাক্ত করুন এবং আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিন। তবে যারা ভয়াবহ অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের ব্যাপার আলাদা।’
নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোন আতঙ্ক এবং অনিশ্চয়তায় নাই। আমি জ্ঞানত কোন অন্যায় করি নাই। আমি আমার শিল্পী সমাজের জন্য এই পোস্ট করেছি। যদিও শিল্পী সমাজের অধিকাংশই একতা নাই তারপরও আমার দায়িত্ব আছে সবার জন্য লেখা। এটা আমার উপলব্ধি।’
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা