আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৪:৩৭
শেয়ার :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আজ সোমবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

পরে অতিরিক্ত আরও ছয়টি ইউনিট একযোগে কাজ করে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।