নদীতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের পাশে বিএনপি নেতা টুকু
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তিন শিশু নিখোঁজ হয়। তাদের একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, দুপুরের দিকে মনিরা তার দুই খালাতো বোন আছিয়া ও মাফিয়াকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়।
আজ দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মৃত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।