নারায়ণগঞ্জে সালিশে হাতুড়িপেটা, চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তির মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় সালিশ বৈঠকে হাতুড়ি পেটায় গুরুতর আহত আলমগীর (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর বন্দরের মৃত সোবাহানের পুত্র।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিহত আলমগীরের ছেলে মুন্নার সাথে স্বল্পের চক এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েলের মোটরসাইকেল নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আলমগীর ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
একপর্যায়ে ক্ষুব্ধ জুয়েল হাতে থাকা হাতুড়ি দিয়ে আলমগীরের মাথায় সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আলমগীরের মৃত্যু হয়।
এ ঘটনায় শাহবাগ থানা আলমগীরের মৃতদেহের সুরতহাল করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় নিহতের মরদেহ বন্দর নিয়ে আসা হয় এবং দাফনকাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনায় বন্দর থানায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান পুলিশ সুপার।