রমনা পার্কের লেকে ভাসছিল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৫, ২০:০৩
শেয়ার :
রমনা পার্কের লেকে ভাসছিল মরদেহ

রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হকের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মো. ওয়াসিমুল হক ১৯, ইস্কাটন গার্ডেন মগবাজার ঢাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রমনা পার্কের লেকে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের মামাতো ভাই হেলাল খান বলেন, ‘তার ফুফাতো ভাই ওয়াসিমুলের দীর্ঘ ১৫ বছর ধরেই মানসিক সমস্যা ছিলো। কখনো ভালো, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো নিজেকে ব্যালেন্স রাখতে পারে না। সকালে বাসা থেকে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছিল।’

হেলাল খান আরও বলেন, ‘প্রায় ১৫-২০ বছর আগে রবিন নামের তার আপন এক ভাই একই জায়গায় পানিতে ডুবে মারা যায়।’