৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি আছে জামায়াতের: গোলাম পরওয়ার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে দলটি পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন,‘আগামী নির্বাচনে জামায়াত ৩০০ আসনের প্রার্থী দিয়েছে। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘দ্বীনকে সংসদে পাঠানোর এখনই উপযুক্ত সময়। এ সময়কে কাজে লাগাতে যারা এক সময়ে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসন আরও অনেকে।