রাজনীতির ভেতর ধর্ম আনতে চাই না: বিজিএমই সভাপতি
বিজিএমই সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘আমরা কোনো সংখ্যা গুরু বুঝি না, কোনো সংখ্যা লঘু বুঝি না। আপনারা আমার ভাই। আমরা সবাই ভাই ভাই। আমরা ধর্মীয় সম্প্রতিতে বিশ্বাস করি, রাজনীতির ভিতর ধর্ম আনতে চাই না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’
আজ বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌর এলাকার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এ আদর্শকে সামনে রেখে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। যেমন তারা ঈদের সময় আমাদের শুভেচ্ছা জানায়, তেমনি আমরাও তাদের দুর্গোৎসবে শুভেচ্ছা জানায়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিজিএমই সভাপতি বলেন, ‘কাকে কোথায় নমিনেশন দেওয়া হবে, সেটা জানে দলের হাই কমান্ড। অন্য কোনো দল কী বলল বা করল, তা নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনো বিভ্রান্তি বা দুশ্চিন্তা নেই। আমাদের মূল কাজ হলো জনগণের কাছে পৌঁছানো এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার করা।’
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, বিএনপি নেতা তাজুল ইসলাম, শাহজাহান আলী, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজামন্ডপ কমিটির সদস্য এবং সনাতন ধর্মালম্বির মানুষ উপস্থিত ছিলেন।