জাবি প্রক্টরের রুটিন দায়িত্বে রেজাউল রাকিব

জাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৫, ২২:৪১
শেয়ার :
জাবি প্রক্টরের রুটিন দায়িত্বে রেজাউল রাকিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের রুটিন দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বর্তমান প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের পাঠানো এক পত্র থেকে এ তথ্য জানা যায়।

উপাচার্যের কাছে পাঠানো পত্রে বলা হয়, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম নিজের গ্রামের বাড়িতে অবস্থান করবেন। তাই ওই চার দিন বিশ্ববিদ্যালয় প্রক্টরের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল রাকিব।