আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি অবশেষে কারাগারে
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শরিফুল ইসলামকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম আসামি শরিফুলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত মঙ্গলবার রাত ৭টার দিকে ফেনী সদর মডেল থানার রেলওয়ে স্টেশন থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে, গত ১৯ জুন ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায় খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এ আসামি।
এই ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ, এসআই মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের মামলা দায়ের করেন।
শরিফুলের পালানোর দৃশ্য ধরা পড়ে আদালতের সিসি ক্যামেরায়। ভিডিওতে দেখা যায়, মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে দায়িত্বরত এক পুলিশ সদস্য চার আসামিকে সঙ্গে নিয়ে হাজতখানার দিকে যাচ্ছিলেন। শরিফুল ছিলেন সবার সামনে।
ভবনের নিচে সিঁড়ির কাছে পৌঁছালে শরিফুল কোনোভাবে হাতকড়া খুলে দৌড় দেন। পরে পাশের একটি এজলাসে গিয়ে গায়ের সাদা শার্ট খুলে একটি লাল টি-শার্ট পরে দৌড়ে পালিয়ে যান তিনি।
আরও পড়ুন:
মৌচাকের গোল্ডেন প্লাজায় অগ্নিকাণ্ড