উদ্বোধনের ১০ দিন পরেও চালু হয়নি ইবির বৈদ্যুতিক শাটল
উদ্বোধনের ১০ দিন পেরোলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার এখনও যাত্রা শুরু করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে হতাশা ও অসন্তোষ।
শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহনের যে স্বপ্ন বিশ্ববিদ্যালয় দেখিয়েছিল, তা উদ্বোধনের পরেও বাস্তবায়ন না হওয়ায় পুরো বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা হয়েই রয়ে গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘নিরাপদ ক্যাম্পাস বাহন’ শীর্ষক প্রকল্পের আওতায় গাড়িগুলো আনা হয়েছে। তবে চার্জিং স্টেশন, গ্যারেজ ও নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে। লিথিয়াম ব্যাটারিচালিত এসব গাড়ি পুনরায় চার্জ দিয়ে ব্যবহার করা যাবে। ইতোমধ্যে পরিবহন পুল থেকে চালক নিয়োগের অনুরোধ করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে ধার নিয়ে গাড়ি কেনা হয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে আয় থেকে পরিশোধ করা সম্ভব হবে। আয় বাড়লে গাড়ির সংখ্যাও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন ও তদারকিতে কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পরীক্ষামূলকভাবে ১৪ সিটের চারটি বৈদ্যুতিক শাটল কার উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!