ইন্টারনেট চালালে ফোন কেন গরম হয়?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯
শেয়ার :
ইন্টারনেট চালালে ফোন কেন গরম হয়?

এখন স্মার্টফোন শুধু কল বা মেসেজের জন্য নয়, বরং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই বেশি কার্যকর হয়ে উঠেছে। তবে অনেকেই লক্ষ্য করেছেন, মোবাইল ডাটা বা ওয়াই-ফাই চালু করলে ফোন দ্রুত গরম হয়ে যায় এবং ব্যাটারিও দ্রুত ফুরিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে।

কেন ফোন গরম হয়?

রেডিও সিগন্যাল ট্রান্সমিশন:

ফোন যখন মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত থাকে, তখন ক্রমাগত সিগন্যাল আদান-প্রদান করে। বিশেষ করে মোবাইল ডাটায় (4G/5G) নেটওয়ার্ক দুর্বল হলে ফোনের অ্যান্টেনা বেশি শক্তি খরচ করে সিগন্যাল ধরে রাখতে, ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়।

প্রসেসরের বাড়তি কাজ:

ইন্টারনেটে ভিডিও দেখা, গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা বড় ফাইল ডাউনলোড করার সময় প্রসেসর (CPU/GPU) নিরবচ্ছিন্নভাবে কাজ করে। এর চাপ বাড়লে ফোন গরম হতে থাকে।

ব্যাটারির অতিরিক্ত ব্যবহার:

ইন্টারনেট ব্যবহারে ব্যাটারি দ্রুত ডিসচার্জ হয়। চার্জ দ্রুত কমার সঙ্গে সঙ্গে তাপও তৈরি হয়। ফলে ফোন গরম হওয়ার পাশাপাশি ব্যাটারির আয়ুষ্কালও কমে যায়।

ব্যাকগ্রাউন্ড অ্যাপসের চাপ:

অনলাইনে থাকলে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে ডেটা আদান-প্রদান করে। এতে অতিরিক্ত RAM ও প্রসেসরের চাপ পড়ে, ফলে গরম হয়।

সমাধান কী?

নেটওয়ার্ক দুর্বল স্থানে দীর্ঘ সময় মোবাইল ডাটা ব্যবহার না করা

অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা

ভারী গেম বা ভিডিও স্ট্রিমিং সীমিত সময় ব্যবহার করা

চার্জ দেওয়ার সময় ইন্টারনেট ব্যবহার না করা

প্রয়োজন হলে ওয়াই-ফাই ব্যবহার করা, কারণ এটি মোবাইল ডাটার তুলনায় কম গরম হয়

ইন্টারনেট চালালে ফোন বেশি ডেটা প্রসেস করে, ব্যাটারির ওপর চাপ বাড়ায় এবং সিগন্যাল ধরে রাখতে শক্তি খরচ করে। ফলে ফোন দ্রুত গরম হয়ে যায় ও ব্যাটারি শেষ হয়।