বিয়ে ও স্বামীর প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
শেয়ার :
বিয়ে ও স্বামীর প্রসঙ্গে মুখ খুললেন শবনম ফারিয়া

দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে গেল ১৯ সেপ্টেম্বর বিয়ে করেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। বর তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বলা দরকার, আগামী মাসেই তারা মধুচন্দ্রিমায় যাবেন মালদ্বীপে।

এদিকে নেটিজেনদের অনেকের প্রশ্ন ছিল, আবার কেন ফারিয়া বিয়ের সিদ্ধান্ত নিলেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নের উত্তর দিলেন ফারিয়া। বলেছেন দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা। অভিনেত্রী জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন।

ফারিয়ার কথায়, ‘কোনো মানুষ অসুবিধায় পড়লে যে “তোমার কিছু লাগবে” এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, “তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।” বা “তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?”’

ফারিয়া আরও জানান, এই বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

অন্যদিকে ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে তেমন পরিচিত নন। আর ফারিয়াকেও চিনতেন না। পরে অবশ্য জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়।

তানজিমের মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক।

তিনি বলেন, ‘তাকে যখন দেখি, তার মাঝে বিশেষ কিছু খুঁজে পাই। সে মানুষ হিসেবে অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং সর্বোপরি খুবই যত্নশীল।’

উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কম নয়।