আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২
শেয়ার :
আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

তামিলনাড়ুর কারুর শহরে গেল শনিবার অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় হাজারও মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা শুরু হয় এবং পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এ ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিজয়।

এদিন রাতে সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে এই অভিনেতা-রাজনীতিবিদ বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ৯টি শিশুও রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেকেই।

এদিকে, বিজয়ের জনসভায় জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। তিনি একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে সমাবেশস্থলে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে স্বেচ্ছাসেবকরা তখন পানির বোতল ছুড়তে শুরু করেন। এ সময় বোতল নেওয়ার জন্য আরও হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি এতই ভয়ংকর হয়ে দাঁড়ায় যে মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। সেই সময়ই ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। এতে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যেই কারুরে পদদলিত হয়ে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।