ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন শাকিব
দুই সন্তানের প্রতিই সমান যত্নবান ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। প্রায়ই এর প্রমাণ মেলে। এবারও এর ব্যতিক্রম হয়নি। আজ ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। প্রথম প্রহরেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এই চিত্রনায়ক।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন শাকিব। যেখানে ছেলেকে নিয়ে কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করা হয়েছে।
ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা- তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, আব্রাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে ১০-এ পা রাখলো।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।