চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫
শেয়ার :
চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে পটিয়া উপজেলার যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ আত্মগোপনে চলে যান। গোপান সংবাদের মাধ্যমে গতকাল শুক্রবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলার মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘পটিয়া উপজেলার যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে পটিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।’

জিজ্ঞেসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।