মাল্টা: পড়াশোনা, সংস্কৃতি আর নতুন জীবনের অভিজ্ঞতা
গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড (জিপিইএল) শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে মাল্টায় আন্তর্জাতিক পড়াশোনার সুযোগ। আমি কখনো ভাবিনি যে একটা ছোট্ট দ্বীপ আমার জীবন বদলে দেবে, বলছিলেন বাংলাদেশি ছাত্রী জেসমিন আক্তার। কয়েক মাস হলো তিনি মাল্টায় পড়াশোনা শুরু করেছেন। প্রতিদিন সকালে সমুদ্রপাড়ে হাঁটতে হাঁটতে ক্লাসে যাওয়া আর বিকেলে ইউরোপীয় বন্ধুদের সঙ্গে সাংস্কৃতিক উৎসবে যোগ দেওয়া এখন তার জীবনের অংশ।
তার চোখে মাল্টা মানে শুধু ডিগ্রি নয়, বরং নতুন অভিজ্ঞতা আর ভিন্ন জীবনধারা।
কেন মাল্টা?
ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি ধীরে ধীরে শিক্ষার্থীদের নতুন গন্তব্য হয়ে উঠছে। কারণগুলো স্পষ্ট-
আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়: মাল্টার অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে Recognized।
ইংরেজি মাধ্যমে পড়াশোনা: আলাদা ভাষা শেখার ঝামেলা নেই।
লাইফস্টাইল ও নেটওয়ার্কিং: ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীরা মেলে ধরতে পারে সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক যোগাযোগ আর গ্লোবাল কানেকশন।
জেসমিন বলেন, ‘এখানে পড়াশোনা মানে শুধু বই নয়, বরং প্রতিদিন নতুন কিছু শেখা। খরচের সঠিক হিসাব অনেকেই ভাবে, ইউরোপ মানেই অঢেল খরচ। মাল্টা সেই ধারণা বদলে দিয়েছে।
টিউশন ফি: বছরে €6,000 থেকে 12,000 (প্রায় ৬ থেকে ১২ লাখ টাকা)
লিভিং কস্ট: মাসে €700 থেকে 1,000 (প্রায় ৭০,০০০ থেকে ১ লাখ টাকা)
মোট খরচ: বছরে €12,000 থেকে 24,000 (১২ থেকে ২৪ লাখ টাকা) পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারে।
ঘণ্টায় আয়: €10 থেকে 12
মাসিক আয়: প্রায় €800 থেকে 1,000 (৮০,০০০ থেকে ১ লাখ টাকা) অর্থাৎ, বার্ষিক খরচের প্রায় ৭০ থেকে ৮০% শিক্ষার্থীরাই নিজেদের আয়ে কাভার করতে পারে। ফলে অভিভাবকের আর্থিক চাপ তুলনামূলক কম।
পড়াশোনার পর ক্যারিয়ারের সুযোগ
মাল্টায় ডিগ্রি শেষ করলেই নতুন সুযোগের দরজা খুলে যায়- আন্তর্জাতিক মানের ইন্টার্নশিপ। ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ। ইউরোপের অন্য দেশে কাজ বা উচ্চশিক্ষা। ছোট দেশ হলেও মাল্টা শিক্ষার্থীদের দেয় বড় এক্সপোজার। এখান থেকে গড়ে ওঠা নেটওয়ার্ক ভবিষ্যতের ক্যারিয়ারে সহায়ক হয়ে ওঠে।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
এক প্ল্যাটফর্মে সব সমাধান: GPEL
বিদেশে পড়তে চাইলে শিক্ষার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য ও সঠিক সহায়তা। এজন্য পাশে আছে Global Pathway Experts Ltd. (GPEL)।
২০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি সুযোগ এক প্ল্যাটফর্মে। অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা, ডকুমেন্টেশন, SOP লেখা, ইন্টারভিউ প্রস্তুতি সব ধাপে সহায়তা। USA, UK, Canada, Australia, Germany, France, South Korea, Malaysia বা Malta সব দেশের মধ্যে বেছে নেওয়ার সুবিধা।
অন্য এজেন্টদের মতো খণ্ডিত সেবা নয় GPEL এক জায়গায় সব সমাধান দেয়, শিক্ষার্থীর যাত্রাকে করে তোলে সহজ ও নিরাপদ।
এখনই শুরু হোক তোমার মাল্টার যাত্রা মাল্টা মানে শুধু ডিগ্রি নয় বরং নতুন এক জীবন। যেখানে ইউরোপীয় সংস্কৃতি, সমুদ্রের সৌন্দর্য আর বিশ্বমানের শিক্ষা একসাথে মিশে যায়।
তুমি যদি খুঁজে থাকো-
সাশ্রয়ী খরচে মানসম্মত পড়াশোনা,
আরও পড়ুন:
খালি থাকবে আসন, তবুও হবে তীব্র প্রতিযোগিতা
আন্তর্জাতিক ডিগ্রি,
সীমাহীন ক্যারিয়ার সুযোগ,
তাহলে মাল্টা হতে পারে তোমার সেরা গন্তব্য।
আজই যোগাযোগ করো Global Pathway Experts Ltd. (GPEL)-এর সঙ্গে।
তোমার মাল্টার ইচ্ছা পুরণ শুরু হোক এখান থেকেই।
রেজিস্ট্রেশন করো : https://bit.ly/gpel-pr