এআইইউবিতে ২ দিনব্যাপী ম্যাগনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
এআইইউবিতে ২ দিনব্যাপী ম্যাগনা কার্টা অবজারভেটরি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন রেসপন্সিভ অ্যান্ড রেসপনসিবল ইউনিভার্সিটি: গ্লোবাল পারস্পেকটিভস ফ্রম দ্য ম্যাগনা কার্টা অবজারভেটরি রিসার্চ ইনিশিয়েটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সিম্পোজিয়ামটির আয়োজন করেছে এআইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)। দুই দিনের এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, যার মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, পোল্যান্ড, লিথুয়ানিয়া, ইউক্রেন, নর্থ ম্যাসেডোনিয়া এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য এবং আইকিউএসি পরিচালকসহ ১৫০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন ড. কারমেন জেড. লামাগনা, সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি এবং ডেভিড জে. লক, সেক্রেটারি জেনারেল, ম্যাগনা কার্টা অবজারভেটরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ড. হাসানুল এ. হাসান, প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি, ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অফ ট্রাস্টিজ, এআইইউবি ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি), দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দ, এআইইউবির শিক্ষক ও কর্মকর্তারা।

সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এছাড়াও, সিম্পোজিয়ামে এআইইউবি শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গবেষণা উপস্থাপন করবেন।