ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ হেলপারের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭
শেয়ার :
ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ হেলপারের মৃত্যু

রাজবাড়ীতে ট্রাক ও পিক-আপের সংঘর্ষে পিকআপ চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুরে পিক-আপকে মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। 

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ‘রাত ২টার সময় রাজবাড়ী জেলার সদরের কল্যানপুরে পিকআপটি (ঢাকা মেট্রো ড ১১-৭৬৭৬) রাজবাড়ী যাওয়ার পথিমধ্যে একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৬-৭৭১৯) পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আরোহীদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল ও কাওছারকে মৃত ঘোষণা করেন। তবে, যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’